রায়হান আহমেদ, চুনারুঘাট : চুনারুঘাটের ২টি অবৈধ ইটভাটাকে ২ লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ অাদালত।
অাজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান অাদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবাল উপজেলার সাটিয়াজুরি ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
জরিমানাকৃত ইটভাটাগুলো হল, সাটিয়াজুরি ইউপিতে অবস্থিত “দি সান বিকস” ও “মিতালী বিকস”। দুই ভাটাকেই ১ লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ইট পোড়ানোর জন্য চুলায় আগুন না দেয়ার জন্য কঠোরভাবে সতর্ক করেন।
মঈন উদ্দিন ইকবাল জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ইটভাটা থেকে শুরু করে সকল অবৈধ কাজে আমরা পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করবো।