স্টাফ রিপোর্টার : আবুধাবীতে “খোজাম বিল্ডিং মেইনটেনেন্স কোম্পানি” এর উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে আবুধাবির মোছাফফা ডাইমন্ড সিটি রেষ্টুরেন্টে উক্ত কোম্পানির উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির প্রতিষ্ঠাতা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের কৃতি সন্তান হাজী ছায়েদুর রহমান। কোম্পানির মালিকানায় রয়েছেন ছায়েদুর রহমানের ছেলে মোঃ ওয়ালিউর রহমান।
উক্ত অনুষ্ঠানে কোম্পানির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা ও আবুধাবিতে কর্মরত সকল প্রবাসী বাংলাদেশীদের জন্য দোয়া করা হয়।
কোম্পানি সম্পর্কে হাজী ছায়েদুর রহমান জানান, এ কোম্পানি আমরা দিয়েছি মূলত এদেশে কর্মরত সকল প্রবাসী বাংলাদেশীদের জন্য। যারা এদেশে বেকার, কাজ-কর্ম পাচ্ছে না, তাদের এই কোম্পানিতে কাজ দেয়া হবে। তাদের কর্মসংস্থান হবে। কাজ পাওয়ার ফলে একই সাথে তার পরিবারের অভাব ঘুচবে অন্যদিনে রেমিট্যান্স পাবে বাংলাদেশে সরকার। তিনি “খোজাম বিল্ডিং মেইনটেনেন্স কোম্পানি” এর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
অনুষ্ঠানে সার্জা, ডুবাই, আজমান সহ বিভিন্ন সিটির ব্যবসায়ী ও সেখানে কর্মরত বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।