হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজু অাহমেদকে বই উপহার দেয়া হয়েছে। গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) রায়হান আহমেদ এর স্ব-রচিত দুইটি বই যথাক্রমে ”মেঘের পর রোদ” ও হৃদয়ে বঙ্গবন্ধু” সুপার (এএসপি) রাজু অাহমেদকে হাতে উপহার হিসিবে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, চ্যানেল আই এর (ইউরোপ) বিশেষ প্রতিনিধি অাব্দুল অাহাদ সুমন, সাংবাদিক কামরুল হাসান, চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর সেক্রেটারি খন্দকার আলাউদ্দিন, যুগ্ন-সম্পাদক অাজিজুল হক নাছির প্রমুখ।