রায়হান আহমেদ, চুনারুঘাট : চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের “সোনালী সমাজকল্যাণ ক্লাব” এর উদ্যোগে ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুস সালাম এর অর্থায়নে টয়লেট এর সেনিটারী সামগ্রী পেল ৬টি দরিদ্র পরিবার।
সোমবার সন্ধ্যায় নরপতি গ্রামের সাহেব বাড়ি বাজারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে সেনিটারি সামগ্রী ৬টি পরিবারের হাতে তুলে দেন ক্লাবের সদস্যরা।
এতে উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি মোঃ ইমান আলী, সাধারণ সম্পাদক মোঃ অাব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক শামীম রানা, শিক্ষা সম্পাদক মোঃ তাহির মিয়া, শেখ অাফরোজ অালী, সহঃ শিক্ষা সম্পাদক রিপন মিয়া সহ আরো অনেকে।