জনমত নিউজ ডেস্ক: কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই বাংলাদেশি আহত হয়েছেন।
গত বুধবার স্থানীয় সময় বিকেলে কাতারের রাজধানী দোহায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর সর্দার আমিন মুন্সি বাড়ির মোহাম্মদ সিরাজ, ফটিকছড়ি উপজেলার ধর্মপুর সাইফুর বাড়ির মোহাম্মদ জাহেদ।
জানা যায়, দোহার আবু হামোড় এলাকায় একটি প্রাইভেট কার পেছন থেকে তাদের বহণকারী গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’জন মারা যান।
গুরুতর আহত অবস্থায় জমির উদ্দিন ও সৈয়দ হোসেন মিয়া দোহার হামাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত দু’জনের দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুরে।