নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা শহরের ২ ব্যবসা প্রতিষ্টানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় ভূক্তা সংরক্ষন অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক আল আমিন এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, নোংরা ও পঁচাবাসি খাবার বিক্রির অভিযোগে নবীগঞ্জ শহরের শাহজালাল হোটেলকে ৪ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে দাস ব্রার্দসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেওয়া হয়। নবীগঞ্জ থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।