হবিগঞ্জের সংবাদ: রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় ৩৭তম বিসিএস ক্যাডার (প্রশাসন) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিয়েছেন হবিগঞ্জের কৃতি শিক্ষার্থী শিল্পী রাণী মোদক।
তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় জন্মগ্রহন করেন। স্কুল ও কলেজ পর্যায়ে কৃতিত্বের সাথে উর্ত্তীন হয়ে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরে এ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ও রোগতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে একই বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।
শিল্পী ৩৭তম বিসিএস পরীক্ষায় উর্ত্তীন হয়ে আজ রবিবার (৭ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিলেন।