চুনারুঘাট প্রতিনিধি : গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে গরুর মালিক দম্পতিকে পিটিয়ে জখম করেছে প্রভাবশালী তিন ভাই।
ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার কালিশিড়ি গ্রামের আবাদি মাঠে।
জানা যায়, ১১ এপ্রিল সকাল ১০টায় উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মৃত নুর মিয়ার পুত্র আক্তার মিয়ার একটি বাছুর প্রতিবেশী মৃত আব্দাল মিয়ার পুত্রদের বোরো ধান খেয়ে ফেললে এ নিয়ে বাক-বিতন্ড হয়।
আক্তার মিয়া তার স্ত্রী নুরুন্নাহার ও মৃত আব্দাল মিয়ার পুত্র ফুরুক মিয়া (৪০), মারুফ মিয়া (৩৫) ও আরিফ মিয়া (২৫) মধ্যে। কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দাল মিয়ার পুত্ররা উত্তেজিত হয়ে মারধর শুরু করে।
উভয় পক্ষের হাতাহাতির এক পর্যায়ে মারুফ ও আরিফ হাতে হাতুরী ও করাত নিয়ে আক্তার মিয়ার বাম হাতে আঘাত করলে তার হাতের বেশ কিছু অংশ চিরে যায়।
এবং মারুফের হাতের হাতুরীর আঘাতে জখম হয় তার স্ত্রী নুরুন্নাহার (৩৫) এর।
জখমীরা চুনারুঘাট উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তী হন।
এ মর্মে আক্তার মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন।