মাধবপুর প্রতিনিধি : ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মাধবপুর উপজেলা ভূমি অফিস ২১লাখ টাকা কর আদায় করা হয়েছে।
এ পর্যন্ত ১৩টি ভিপি লিজ, ৫৯টি নামজারী, ১৭টি নামজারী নিষ্পত্তি, ১৫টি রিভিউ মামলাার শুনানী, এবং ৫০ জন স্কাউটকে ই-নামজারী সম্পর্কে বাস্তব জ্ঞানদান এবং ৬৫ জনকে ভূমি বিষয়ে জিজ্ঞাসা ও সমস্যা বাতলে দেওয়া হয়েছে।
গত ১০ এপ্রিল মাধবপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভুমি কর আদায় মেলা অনুষ্ঠিত হয়ে চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।
সহকারী কমিশনার (ভুমি) মতিউর রহমান খান জানান, ভূমি সেবা সপ্তাহে ভুমি উন্নয়ন কর প্রদানে জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।