জনমত নিউজ : একমাস আগেই ঘোষণা দেওয়া ছিল যে, আগামী ১৯ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসছেন জাতীয় দলের ‘টেস্ট স্পেশালিস্ট’ খ্যাত মুমিনুল হক। সাব্বির, মিরাজ, মুস্তাফিজের পর ‘লিটল মাস্টার’ও আকদ সেরে ফেলেছেন।
এবার বিয়েটা সেরে বউকে ঘরে তুলে নিতে চাইছেন। কিন্তু গোল বেঁধেছে অন্য জায়গায়। তার বিয়ের দিনেই আছে ঢাকা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। দারুণ ছন্দে থাকা মুমিনুল এখন পড়েছেন মহা ফ্যাঁসাদে।
পয়েন্ট তালিকায় আছে সবার ওপরে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে চলতি লিগে ৮ ম্যাচে ৫৪.১৬ গড়ে ৩২৫ রান করেছেন মুমিনুল। সুপার লিগের তৃতীয় পর্বে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে রূপগঞ্জের ম্যাচটা পড়েছে ঠিক ১৯ এপ্রিল।
বিয়ের নিমন্ত্রণপত্র বিলি হয়ে গেছে। সব প্রস্তুতি প্রায় শেষ দিকে। তাই ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে মুমিনুল আবেদন জানিয়েছিলেন, অন্তত বিয়ের দিনে যাতে এই ম্যাচটা না রাখা হয়। কিন্তু কে শোনে কার কথা!
একটি দলে ১৮ জন ক্রিকেটার থাকায় একজনের জন্য ম্যাচ পেছানোর কোনো যুক্তি খুঁজে পায়নি সিসিডিএম। তাই নির্ধারিত দিনেই হবে সুপার লিগের ম্যাচটি। ক্রিকেট আর বিয়ের মাঝে অবশ্যই বিয়েকেই বেছে নেবেন মুমিনুল।
কনে ফারিহা বাশার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। বাসা মিরপুর ডিওএইচএসে। তাদের বিয়ের অনুষ্ঠান মিরপুরের পিএসসি কনভেনশন হলে। ম্যাচ শেষে তার সতীর্থ-কোচেরা আসবে বিয়ের দাওয়াত খেতে।