জনমত রিপোর্ট : বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুব আলম শাহীন খুন হয়েছেন। রোববার (১৪ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে বগুড়ার নিশিন্দারা উপশহর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি খুন হয়েছেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাড. শাহীন রোববার রাত সাড়ে ১০টার পর উপশহর বাজার এলাকায় একটি জিমন্যাস্টিক সেন্টার থেকে বের হন। এ সময় মোটরসাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার উপ পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভুঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘হত্যার কারণ এখনো জানা যায়নি। তবে খুনের সাথে জড়িতদের আটক করতে এলাকায় পুলিশ তল্লাশি করছে।’