রায়হান আহমেদ, চুনারুঘাট : চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সাবেক সিনিয়র এএসপি এসএম রাজু আহমেদ হবিগঞ্জ সদরে অতিরিক্ত এসপি হিসেবে পদন্নোতি পেয়ে বদলি হওয়াতে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
চুনারুঘাট থানা পুলিশের উদ্যোগে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, থানা অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান। ওসি (তদন্ত) আলী আশরাফের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট-মাধবপুর সার্কেলের বর্তমান এএসপি নাজিম উদ্দিন, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু, ব্যাকসের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, সেক্রেটারি সিদ্দিকুর রহমান মাসুদ, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর রহমান চৌধুরী, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম, সহ-সভাপতি মুহিদ আহাম্মদ চৌধুরী, জাহাঙ্গীর আল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক সরকার, ধামালীর সভাপতি এড. মোস্তাক আহাম্মদ বাহার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন, চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর সভাপতি খন্দকার আলাউদ্দিন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে এসএম রাজু আহমেদকে বিদায় সংবর্ধনা ও চুনারুঘাট-মাধবপুর সার্কেলের এএসপি হিসেবে নাজিম উদ্দিনকে বরণ করে নেয়া হয়।