নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ শহরে এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারপিট করার অভিযোগে মনির আহমেদ (২৫) নামে এক যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) রাতে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে আটক করে।
মনির আহমেদ সদর উপজেলার দক্ষিণ বামকান্দি গ্রামের আনফর উল্লাহর পুত্র।
পুলিশ জানায়, হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকার জনৈক ব্যক্তির কন্যা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত মনির। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধায় শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় একা পেয়ে ওই ছাত্রীকে উত্যক্ত করে সে। এ সময় ওই ছাত্রী উত্যক্তের প্রতিবাদ করায় মনির প্রকাশ্যেই তাকে লাঞ্ছিত ও মারপিট করে।
স্থানীয় লোকজন মনিরকে আটক করে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় শুক্রবার রাতেই ওই স্কুলছাত্রী বাদি হয়ে মনির আহমেদেও বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, মনির আদালতকে জানিয়েছে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা দুজন ঘুরতে গেলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।