নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জে সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান সুভাষ চন্দ্র দেব আর নেই।
সোমবার সকাল ৮টার দিকে হবিগঞ্জ পৌর শ্মশানঘাটে তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শহরের রাজনগরস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুভাভ দেব হবিগঞ্জ খোয়াই থিয়েটারের সাবেক সভাপতি ছিলেন।
এছাড়াও রোটারী ক্লাব অব হবিগঞ্জ, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন, ব্যবসায়ী কল্যাণ সমিতিসহ অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
খোয়াই থিয়েটারের সাবেক সেক্রেটারি তোফাজ্জল সোহেল নিহতের বিষয়টি নিশ্চিত করেন।