নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের লাখাই ও আজমিরীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে পৃথক স্থানে ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলো- জেলার লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের নুর আলমের পুত্র সামিউর আলম (২) ও আজমিরীগঞ্জ উপজেলার নগর গ্রামের সোহেল মিয়ার পুত্র শ্রাবন মিয়া।
শনিবার বিকেলে লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের সামিউল বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ সকলের অগোচরে সে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ পর পরিবারের লোকজন তার নিথর দেহ পানিতে ভেসে উঠতে দেখে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তৃব্যরত ডাক্তার মিঠুন রায় তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে, আজমিরিগঞ্জ উপজেলার নগর গ্রামের সোহেল মিয়ার ছেলে শ্রাবণ মিয়া (৬) স্কুল থেকে এসে খেলতে যায়। অনেক্ষণ হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজতে বের হয়। এ সময় নগর জামে মসজিদ’র পুকুরে তার দেহ ভেসে উঠতে দেখে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
স্থানীয় সাংবাদিক এনামুল হক মিলাদ বিষয়টি নিশ্চিত করেছেন।