1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

গৃহবধুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর শেখঘাট কলাপাড়ার একটি বাসা থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার স্বামী পলাতক রয়েছেন।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

সাজনা চৌধুরী (২০) নামের ওই তরুণী গৃহবধু নেত্রকোণা জেলার মদন থানার কদমশ্রী গ্রামের সুভাষ চন্দ্র চৌধুরীর মেয়ে। তার স্বামী লক্ষণ দাশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।

তিনি সিলেট সিটি করপোরেশনের গাড়িচালক পদে চাকরিরত। স্ত্রীকে নিয়ে কলাপাড়ার ফজলুল হকের বাসায় ভাড়া থাকতেন লক্ষণ।

সিলেট নগরীর কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া বলেন, সাজনা চৌধুরীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি। তার স্বামী লক্ষণ পলাতক রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, গতরাতে সাজনা ও লক্ষণের মধ্যে ঝগড়া হয়। সকালে তাদের ঘরের দরজা খোলা দেখতে পান সাজনার বাবা।

ঘরের মধ্যে লক্ষণকে দেখতে না পেয়ে সাজনাকে ডাকাডাকি করে সাড়া পাননি তিনি। পরে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

#এসপি/

     এই ক্যাটাগরীর আরো খবর