নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার যাদবপুর গ্রামে মাখন মিয়া (২৬) নামের এক যুবকের বিষাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।
সে ওই গ্রামের সফিক মিয়ার পুত্র।
রবিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় পারিবারিক কলহের জের ধরে মাখন মিয়া কীটনাশক পান করে ছটফট করতে থাকে।
লোকজন বিষয়টি আচঁ করতে পেরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।