স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও চুনারুঘাটে জিআর (গিয়াস-রিজিয়া) ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার উপজেলার কেউন্দা গ্রামের লন্ডনী বাড়িতে এ ইফতার মাহফিলের আয়োজন করেন, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জিআর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন।
ইফতার মাহফিলের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাটের বিশিষ্ট সমাজসেবক ও জিএস বাদার্স এর সত্ত্বাধীকারী লন্ডন প্রবাসী গাজীউর রহমান, এটিনএন বাংলার জেলার প্রতিনিধি আব্দুল হালিম, পূবালী ব্যাংক চুনারুঘাট শাখার ব্যবস্থাপক নোমান মিয়া, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, যুগ্ন সম্পাদক এসএম শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম, সাংবাদিক এসএম সুলতান খান, সাংবাদিক রহমত আলী, মাওলানা লুৎফুর রহমান চুনারুঘাটের ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম সহ স্থানীয় লোকজন অনেকেই।
ইফতার মাহফিলে প্রায় ৭শ’ মানুষ অংশ গ্রহণ করেন।