নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বাস-সিএনজি অটোরিক্সা শ্রমিকদের মধ্যে গাড়ী ক্রসিংকে কেন্দ্র দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষে শ্রমিকসহঅর্ধ শতাধিক লোকজন আহত হয়েছেন। এর মধ্যে আশংকা হনক অবস্থায় ৫ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার রসূলগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আধাঘন্টা ব্যাপি সংঘর্ষে চলাকালে উভয় পক্ষের শ্রমিকা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চালাকালে ২টি বাস, ৩টি সিএনজি ও ১টি মটর সাইকেল এবং বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের ৫/৬টি দোকান-পাট ভাংচুর করা হয়েছে।
রক্তক্ষয়ী সংঘর্ষে দু’পক্ষের আহতরা হলেন, আবুল কালাম (২২), সাইদুর রহমান (২৬), শ্যামল মিয়া (৩৫), আল-আমিন মিয়া (২২), সাইফুল হক (২০), আবুল হোসেন (১৭), জুয়েল মিয়া (২০), মুক্তার হোসেন (২৪), মোফাজ্জল হোসেন (২২), নয়ন মিয়া (২২) সাইফুল মিয়া (২৮), খালেদ মিয়া (২৬), ফারুক মিয়া (৩২), আবুল কালাম (৩৪), আবুল হোসেন (২২), রুবেল মিয়া (২০), মানিক মিয়া (২৬), মুফুজ্জুল মিয়া (২০), জুয়েল মিয়া (১৮), সাদিক মিয়া (২৫), মতিউর রহমান (২০), ফারুছ মিয়া (১৮) সহ শতাধিক লোকজন আহত হয়।
পরে পুলিশ ও স্থানীয় জনতার হস্তক্ষেপে পরিস্থিত শান্ত হয়। আহতদের মধ্যে ৫জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমওজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।