বিশেষ প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে হবিগঞ্জ ইউনিটির আবুধাবি মহানগর শাখা কমিটি গঠন করা হয়েছে। গত শনিবারে ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত এক বিবৃতিতে ৯১ সদস্য বিশিষ্ট আবুধাবি মহানগর শাখা কমিটির অনুমোদন দেয়া হয়।
এতে সভাপতি- বশির আহমেদ শামছু, সাধারণ সম্পাদক- ওয়াহিদ মিয়া, সংগঠনিক সম্পাদক- ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক- আব্দুল্লাহ আল নোমান সহ ৯১ জন সদস্য নির্বাচিত হয়েছেন। এ কমিটিকে দুই বছরের মেয়াদে অনুমোদন দেয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের হবিগঞ্জ ইউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা হবিগঞ্জ সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম এর অক্লান্ত পরিশ্রমে ঘরে তুলা ফসল মরুর বুকে প্রবাসীদের মিলন মেলার নাম হবিগঞ্জ ইউনিটি। যেটি কেন্দ্রীয় কমিটি হতে অনুমোদিত।
প্রসঙ্গত, উক্ত ইউনিটির প্রধান উদ্দেশ্য হলো- আবুধাবি মহানগরের সকল বাংলাদেশীদের এক বন্ধনে আবদ্ধ করা। সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার সংকল্পেই গঠন করা হয়েছে কমিটিটি।
পরিশেষে, সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে যেন পালন করতে পারেন, এজন্য সভাপতি- বশির আহমেদ শামছু, সাধারণ সম্পাদক- ওয়াহিদ মিয়া, সংগঠনিক সম্পাদক- ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক- আব্দুল্লাহ আল নোমান সকলের নিকট দোয়া চেয়েছেন।