রায়হান আহমেদ, চুনারুঘাট : চুনারুঘাট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শেখ নাজমুল হক নান্টু দুই-এক দিনের মধ্যেই যোগদান করবেন।
সিলেট রেঞ্জের ডিআইজি ও হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার আদেশে গত বুধবার (৩জুলাই ২০১৯ইং) নাজমুল হক নান্টুকে চুনারুঘাট থানায় বদলি করা হয়েছে। এর আগে তিনি আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
নাজমুল হক নান্টু বাংলা বিভাগে এমএ পাস করে ২০০৬ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ও অপরাধ গোয়েন্দা বিভাগে চাকুরীতে যোগদান করেন। প্রশিক্ষণ শেষে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাচপুল, আদাবর, মতিঝিল, তেজগাঁও, বনানী থানাসহ বিভিন্ন থানায় এসআই হিসাবে সফলতার সাথে চাকুরী করেন।
২০১৮ সালের ৯আগষ্ট মাসে অফিসার ইনচার্জ হিসাবে তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানায় দায়িত্ব প্রাপ্ত হন।
তিনি নেত্রকোণা জেলার হাসপুর গ্রামের শেখ সহাজ উদ্দিনের পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।
শেখ নাজমুল হক যেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এজন্য চুনারুঘাটবাসীর সহযোগিতা ও সকলের কাছে দোয়া কামনা করছেন।