1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৭

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-রানীগঞ্জ সড়কে সিএনজি (অটোরিক্সা) দুর্ঘটনায় মহিলা শিশুসহ ৭জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়,মঙ্গলবার আহত যাত্রীরা সিএনজি যোগে রানীগঞ্জ থেকে ইনাতগঞ্জ আসছিলেন। উল্লেখিত সড়কের আলিপুর গ্রামের নিকটে আসার পর চলন্ত একটি বাসের সাথে ধাক্কা লেগে সিএনজিটি উল্টে শিশুসহ সাত জন আহত হন।

আহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার ইছগাঁও গ্রামের কবির মিয়া(৪০) তার স্ত্রী সাকিরা বেগম(৩০) তাদের ৩ শিশু সন্তান তাহির মিয়া(১০), শামীম মিয়া(৮) ও শামীমা বেগম(৩) একই উপজেলার মোহাম্মদপুর গ্রামের শফিক মিয়া(৫৫) ও তার ছেলে সাইদুল ইসলাম মামুন(২০)।

আহতদেরকে স্থানীয় ইনাতগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

     এই ক্যাটাগরীর আরো খবর