জনমত নিউজ : হবিগঞ্জ জেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায়, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক।
গতকাল বৃহস্পতিবার রাতে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক কাদির লস্করকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ, বিশিষ্ট শিল্পপতি আব্দুল তৌহিদ, জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও কাদির লস্করের জামাতা নাজমুল হক, মুসলিম উদ্দিন সহ আরো অনেকে।