মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার দূর্ধষ্য ডাকাত উপসচিব আশরাফুল রহমান নোমান ও ইমরুল মহসিনের ছোটভাই টিপু হত্যার মূলহোতা মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী এরশাদ আলী(৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে এস আই কামাল হোসেন সহ একদল পুলিশ গতকাল শনিবার রাত ৭টার দিকে সিলেট শহরের আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে এরশাদ ডাকাত কে গ্রেফতার করে।
ডাকাত এরশাদ আলী উপজেলার আদাঐর ইউনিয়নের হালোয়াপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। তার বিরুদ্ধে মাধবপুর সহ বিভিন্ন থানায় অসংখ্য চুরি-ডাকাতি ও খুনের মামলা রয়েছে।
২০১১ সনে উপজেলার মনতলা মেরাশানি গ্রামে তৎকালীন সিনিয়র সহকারি সচির আশরাফুল রহমান নোমান ও সিনিয়র সহকারি সচিব ইমরুল মহসিনের বাড়িতে ডাকাতি করতেগিয়ে তাদের ভাই টিপু বাঁধা দিলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
এঘটনায় মামলা করলে বিচারক এরশাদকে মৃত্যুদন্ডাদেশ দেন। এরপর থেকেই এরশাদ আত্মগোপনে চলে যায়। কিন্তু তার অপরাধ কর্মকান্ড থেমে থাকেনি।
মাধবপুর থানায় অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান যোগদান করেই এরশাদকে গ্রেফতারে তৎপর হয়ে উঠেন।
এরই প্রেক্ষিতে গোপন সূত্রে খবর পেয়ে সিলেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
এরশাদ ডাকাত গ্রেফতারের খবরে মাধবপুরের সাধারণ মানুষের মধ্যে সস্তি নেমে এসেছে।