রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন জায়গায় রাস্তার ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী।
শুক্রবার বিকেলে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে সনজু চেয়ারম্যানের বাড়ির পিছন থেকে আমুরোড বাজার পর্যন্ত দেড় কি.মি. রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এছাড়াও ঘনশ্যামপুর থেকে সাওতাল লেন রাস্তা, বড়আব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, রাজার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, ফুলছড়ি ছড়া পানি নিয়ন্ত্রণ অবকাঠামোর উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ইউএনও মঈন উদ্দিন ইকবাল, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসাইন জিতু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু,
আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কে.এম আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল প্রমুখ।