1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা পিপিএম বিপিএম এর মহানূভবতায় আর্থিক সাহায্য পেলেন শ্রাবণ মন্ডল (২৫) নামে এক প্রতিবন্ধী মেধাবী ছাত্র।

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ব্যক্তিগত তহবিল থেকে নগদ এ অনুদান প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর থানার ওসি মোঃ মাসুক আলীসহ অন্যান্য কর্মকর্তাগন।

প্রবণ মন্ডল মাধবপুর উপজেলার জগদিশপুর গ্রামের অনিল মন্ডলের পুত্র ও হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র।

সে প্রতিবন্ধী টিউশনী করে তার সংসারের হাল ধরে আসছে। খুবই দরিদ্র পরিবারে জন্ম নিয়েও চালিয়ে যাচ্ছেন লেখা পড়া।

তার পিতা ষ্টোক করলে চিকিৎসার জন্য পুলিশ সুপারের কাছে সাহায্য চাইলে তিনি এ অনুদান প্রদান করেন। অনুদান পাওয়ার পর ওই মেধাবী ছাত্র পুলিশ সুপার ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

     এই ক্যাটাগরীর আরো খবর