রায়হান আহমেদ, চুনারুঘাট : চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের নেতৃত্বে এসআই শেখ আলী আজহার সহ একদল পুলিশের সাড়াশি অভিযানে ডাকাত নজরুল ইসলাম (৩০) গ্রেফতার।
বৃহস্পতিবারে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডাকাত নজরুল ইসলাম চুনারুঘাট উপজেলার নয়ানী গ্রামের মৃত ওয়াহাব উল্লাহর পুত্র।
জানা যায়, চুনারুঘাট থানার এসআই শেখ আলী আজহার, ইমরান, মাহী, সুমন সহ একদল পুলিশ প্রায় ২কিলোমিটার ধাওয়া করে তাকে গ্রেফতার করেন।
উল্লেখ্য, ডাকাত নজরুলের বিরুদ্ধে একাধিক ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে বলে জানা যায়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, চুরি-ডাকাতি বন্ধ ও মাদক নির্মূলে আমরা অঙ্গিকারবদ্ধ। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।