1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

চুনারুঘাটে চুরি-ডাকাতি বন্ধে আইন-শৃঙ্খলা জোরদার করেছে থানা-পুলিশ

*ওসি শেখ নাজমুল হকের বিশেষ পরিকল্পনা।
*পৌর শহরে সারা রাত পুলিশের গাড়ি ছাড়াও মোটরসাইকেল দ্বারা টহল চলছে…

রায়হান আহমেদ, চুনারুঘাট : চুনারুঘাট উপজেলায় চুরি-ডাকাতি বন্ধে আইন-শৃঙ্খলা জোরদার করেছে থানা-পুলিশ।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের বিশেষ পরিকল্পনায় পৌর শহরের সর্বত্র সারা রাত পুলিশের গাড়ি ছাড়াও মোটরসাইকেল দ্বারা চলছে টহল।
এতে সাধারণ মানুষ সহ দোকানিরা স্বস্তিতে আছেন বলে জানা গেছে। ওসি নাজমুল হকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

এদিকে পৌর শহর ছাড়াও উপজেলার প্রত্যেক গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রত্যেকটি সড়কে চলছে বাড়তি টহল। চোর-ডাকাত গ্রেফতার করা কল্পে সারা উপজেলা জুড়ে চলছে চুনারুঘাট থানা-পুলিশের বিশেষ অভিযান।

সোমবার রাতে পৌর শহরে টহলের দায়িত্বে ছিলেন, এসআই শেখ আলী আজহার, এসআই শহীদুল ইসলাম সহ একদল পুলিশ।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক জানান, চুরি-ডাকাতি বন্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে। আমি ও আমার থানার পুলিশ সারারাত সজাগ থেকে ঝুঁকিপূর্ণ এলকা পাহাড়ায় নিয়োজিত।

তিনি আরো জানান, চুরি-ডাকাতি ও নাশকতা ঠেকাতে পৌর শহরের প্রত্যেক পয়েন্টে সারা রাত পুলিশের গাড়ি ছাড়াও মোটরসাইকেল দ্বারা পাহাড়া দেয়া হচ্ছে। প্রতি রাতে দুইজন এসআই সহ কতিপয় পুলিশ সদস্য পাহাড়ায় নিয়োজিত।

এছাড়াও মোটরসাইকেল দ্বারা টহলে রয়েছে একাধিক পুলিশ সদস্য।

     এই ক্যাটাগরীর আরো খবর