নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত থেকে ১৭১ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ গুলো জব্দ করা হয়।
জানা যায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সীমান্তের রামনগর এলাকায় মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার জয়েন উদ্দিন অভিযান চালিয়ে ৫১ বোতল বিআর ৫ ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করেন।
এর পরই আরেক অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেল ও একটি হাতঘড়ি জব্দ করেন।
অন্য এক অভিযানে বুধবার সকালে তেলিয়াপাড়া ফাঁড়ির নায়েব সুবেদার হাবিবুর রহমান উপজেলার ১৫ নং চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেন।
৫৫ ব্যাটালিয়নের লে. কর্ণেল আসাদুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।