জনমত নিউজ : হবিগঞ্জের উদীয়মান জনপ্রিয় কন্ঠশিল্পী কৃপেশ সূত্রধর “মন মজাইয়া” শিরোনামে একটি গান তার ইউটুব চ্যানেল “Kripesh Official” এ রিলিজ দিয়েছেন। গানটির কথা লিখেছেন- বিশ্বনাথ বণিক ও সুর করেছেন- নির্মল দাশ। গানটিতে অসাধারণ কম্পোজিশন করেছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত পরিচালক এন. এইচ. শিহান।
গানটি সম্পর্কে কৃপেশ বলেন, আমি গানটি যখন হাতে পাই তখনই গানটি দেখে আমার কাছে ভালো লেগে যায়। তার সাথে গানের কথা ও সুর সব মিলিয়ে গানটি আমার কাছে খুবই ভালো লাগে আর তখনই গানটি করার চুক্তিবদ্ধ হই। তিনি আরো বলেন যে, গানটি অনেক যত্ন সহকারে করেছি। বাকীটা শ্রোতাদের কাছে। আমার দৃঢ় বিশ্বাস গানটি শ্রোতাদের মনে কিছুটা হলেও দাগ কাটবে।