রায়হান আহমেদ, চুনারুঘাট : চুনারুঘাটে স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন স্থানীয় সরকারের উপ-পরিচালক নুরুল ইসলাম।
বৃহস্পতিবার দিনব্যাপী ইউনিসেফের সহযোগিতায় চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ন পরিষদ, রমাপুর কমিউনিটি ক্লিনিক, নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জনস্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ইউনিসেফের জেলা কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, উপজেলা কো-অর্ডিনেটর মাহমুদুল আলম চৌধুরী সহ আরো অনেকে।
নুরুল ইসলাম ক্লিনিক ও বিদ্যালয়ের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। কর্তৃপক্ষ রমাপুর কমিউনিটি ক্লিনিকের সীমানা প্রাচীর, বিদ্যুৎ সংযোগ, পানির সমস্যা এবং নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর, স্যানিটেশন সমস্যা, ভবন নির্মাণের জন্য বরাদ্দের অপর্যাপ্ততা উপ-পরিচালক নিকট তুলে ধরলে দ্রুত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন তিনি।