1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

চুনারুঘাটে অসাধু ধান ব্যবসায়িদের কাছে জিম্মি কৃষক শ্রেণি

*চলতি বছরের আমন ধান সংগ্রহ অভিযানে সফলতা অর্জন করতে পারেনি প্রশাসন

মীর জুবায়ের আল : হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা বিভিন্ন ইউনিয়নে ধান ব্যবসায়ীগন কৃষকের নিকট থেকে ৫৩০ টাকা মন ক্রয় করছে আর সরকারি খাদ্য গুদামে বিক্রি করে ১০৪০ টাকা মন ।

জননেত্রী শেখ হাসিনা বলেছেন প্রকৃত কৃষক যেন তাদের ন্যায্য মুল্য পায়।কিন্তু কিছু অসাধু ধান ব্যবসায়ীগন কৃষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।এদিকে কিছু নেতা কর্মীগন ধান ব্যবসায়িকদের সঙ্গে হাত মিলিয়ি কৃষক দের জিম্মি করে রেখেছে । স্হানীয় কৃষকগন জানান আমরা সরকারি ভাবে ধান বিক্রয় করতে হলে সরকারি গুদাম গুলোতে হতে হয়েছে হয়রানি।

নেতা কর্মীদের কে ধান না দিলে আমরা সহজে সরকারি গুদাম গুলোতে ধান দিতে পারিনি ফলে আমরাও হতে হয়রানি শিকার হতে হয় । এদিকে গুদাম মালিক গন শুধু ধান নয় সরকারি ভাবে টিকটিকি গুলো নিয়ে নিজ গুদামের ধান বিক্রয় করছে।

বিষয়টি যদি প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহন না করা হয় তাহলে এদেশের কৃষকদের ভাগ্য পরিবর্তন করা সম্ভব হবে না ।তাই বিষয় টি গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন মনে করেন সুশীল সমাজ।

     এই ক্যাটাগরীর আরো খবর