জনমত নিউজ : চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সাথে অপ-সাংবাদিকতা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন, সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন তালুকদার।
মতবিনিময় শেষে সাংবাদিক ফোরামের পক্ষ থেকে চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বহুল প্রচারিত দৈনিক যুগান্তর এর সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন কে সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট মধ্যবাজারে রশিদ ম্যানশনে সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ মতবিনিময় সভা ও সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ জামাল হোসেন লিটন, সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, যুগ্ম সস্পাদক ইসমাইল হোসেন বাচ্ছু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য এস.আর রুবেল মিয়া, সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, যুগ্ম সম্পাদক এসএম শওকত আলী, আব্দুল হাই প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম, অর্থ সম্পাদক শাহজাহান জলি, দপ্তর সম্পাদক শেখ হারুনর রশীদ ও প্রচার সম্পাদক শিফন প্রমুখ।