রায়হান আহমেদ : চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস মর্যাদাপূর্ণভাবে পালন করা হয়েছে।
শুক্রবার ভোর-সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশের আন্তরিক প্রচেষ্টায় শোভাযাত্রা বের করা হয়। এটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
পরে বঙ্গবন্ধু বইমেলা উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লষ্কর ও ইউএনও সত্যজিত রায় দাশ।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মাহলদার, অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারেন্দ্র রায় সহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে ১২.০১ মিনিটে চুনারুঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।