1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

চুনারুঘাটে সাংবাদিক শওকত আলীর মাতার ইন্তেকাল : দাফন সম্পন্ন

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাবেক যুন্ম-সাধারণ সম্পাদক ও কবি এসএম শওকত আলীর মাতা মোছাঃ হাফিজা বানুর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার পশ্চিম আলোনিয়া (গোয়াছপুর) নিজ বাড়িতে ১ম জানাযা ও পরে ওই দিন মাগরিবের নামাজের পর দ্বিতীয় জনাযা শেষে উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের আলীরাজাপুর গ্রামের কারিবাড়ি মরহুমার পিতার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি ১ ছেলে ও দুই মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।

মরহুমার ২ মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন।

প্রসঙ্গত, উপজেলার গোয়াছপুর গ্রামের মৃত ছুরুক আলীর স্ত্রী ও সাংবাদিক শওকত আলীর মাতা শুক্রবার বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় চুনারুঘাট হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না…….রাজিউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৫ বছর।

     এই ক্যাটাগরীর আরো খবর