মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম…
রায়হান আহমেদ : জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে চুনারুঘাট থানা-পুলিশের আয়োজনে উদ্বোধন করা হলো মহান জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০২০ইং।
রোববার বিকেলে চুনারুঘাট উপজেলা পরিষদের মাঠে থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের সার্বিক তত্ত্বাবধানে খেলার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
এসময় উপস্থিত ছিলেন- মাধবপুর সার্কেলের এএসপি মোঃ নাজিম উদ্দিন, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ওসি (তদন্ত) চম্পক দাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খান, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুস ছামাদ মাস্টার, উপজেলা খেলুয়ার কল্যাণ সমিতির সভাপতি কাউন্সিলর আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, এসআই আলী আজহার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় অংশ নেয় গাজীপুর ইউপি ও মিরাশী ইউনিয়ন পরিষদ। তুমুল লড়াই করে গাজীপুর ইউপি জয়লাভ করে।
প্রসঙ্গত, জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতায় ১০টি দল অংশ গ্রহন করবে । এই দশ দলের মধ্যে রয়েছে চুনারুঘাট উপজেলার সকল ইউনিয়ন পরিষদ।