1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে চুনারুঘাটের বাজারে বাজারে ওসি নাজমুল হক

পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম’র দিক নির্দশনায় এমন সতর্কতামূক অভিযান

রায়হান আহমেদ : হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষে করোনা ভাইরাস সম্পর্কে জন-সচেতনতা বৃদ্ধিকল্পে চুনারুঘাট উপজেলার বিভিন্ন বাজারে দোকান-পাট বন্ধের নির্দেশনা ও সচেতনতামূলক ব্রিফিং করেছেন, থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক।

মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন হাট-বাজার, রাস্তার মোড় সহ জনসমাগম হয় এমন জায়গায় তিনি করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

তিনি বলেন, করোনা ভাইরাস যাতে না ছড়ায় এজন্য সরকারের বিধি-নিষেধ মেনে চলতে হবে। এগুলো মানতে হবে নিজেদের নিরাপত্তার জন্য। আপনারা নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন। বিশেষ প্রয়োজনে বাইরে বের হলে মুখে মাস্ক, গ্লাভস ব্যবহার করবেন। কিছুক্ষণ পরপর হাত ধোবেন।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে হলে আমাদের আরো বেশি সচেতন হতে হবে। আতঙ্কিত হবেন না। সচেতনতা ছাড়া এ ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব না।

মুদি দোকান, কাচাঁমালের দোকান নির্ধারিত সময় পরে বন্ধ করতে গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন এবং এছাড়া সব দোকান বন্ধ থাকবে বলে জনসাধারণকে জানান। তবে ফার্মেসী খোলা থাকবে এমন কথাবার্তা বলেন।ওসির নেতৃত্বে চুনারুঘাট থানা-পুলিশের একটি টিম উপজেলার শ্রীকুটা বাজার, নরপতি বাজার, ঘরগাঁও বাজার, চাঁনভাঙ্গা বাজার, দুর্গাপুর বাজার, নতুনব্রীজ, সাটিয়াজুঁড়ি বাজার সুন্দরপুর বাজার সহ আশপাশের এলাকায় সচেতনতামূলক অভিযান চালান।

     এই ক্যাটাগরীর আরো খবর