1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

চুনারুঘাট উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর উদ্যোগে কাঁচাবাজার ডিসিপি মাঠে

রায়হান আহমেদ : কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচার অভিযান প্রতিদিনের মতো চলমান রয়েছে।

সোমবার সকাল থেকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ১৩ ইস্ট বেঙ্গলের একটি পেট্রোল টিম প্রচার অভিযান শুরু করেন।

চুনারুঘাট উপজেলায় জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করা এবং কোভিড-১৯ সংক্রমণ রোধ কল্পে ক্যাপ্টেন মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি পেট্রোল টিম মাইকিং করে জনগণকে সচেতন করার প্রয়াস চালান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন পাল সেনাবাহিনীকে সাথে নিয়ে জনসমাগম রোধ করতে প্রচেষ্টা চালান।

সেনাবাহিনীর হস্তক্ষেপে ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে চুনারুঘাট কাঁচাবাজার, মাছ বাজার ডিসিপি হাই স্কুল মাঠে অস্থায়ীভাবে স্থানান্তর করা হয়। তারা বিক্রেতার মাঝে নিরাপদ দুরত্ব বজায় রাখা এবং কাঁচাবাজারে ভীড় কমানোর জন্য ছোট ছোট দোকানে বিভক্ত করা সহ জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেন।

ক্যাপ্টেন বিল্লাল জানান, “এই সংকট থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে অবশ্যই সরকারের আদেশ মেনে ঘরে থাকতে হবে। জনসমাগম রোধ করতে চুনারুঘাট কাঁচাবাজারকে খোলা স্থানে অর্থাৎ ডিসিপি স্কুলের মাঠে অস্থায়ীভাবে স্থানান্তর করা হয়েছে।সামাজিক দুরত্ব বজায় রেখে বাজার করার জন্য আমরা সবাইকে তাগিদ দিয়েছি। এবাজার প্রতিদিন বিকাল ৫টা পর্যন্ত চলবে।”

     এই ক্যাটাগরীর আরো খবর