1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

চুনারুঘাটে করোনায় আক্রান্ত শিশু আভাসের মৃত্যু

রায়হান আহমেদ : করোনা ভাইরাসে আক্রান্ত
চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগানের শিশু আভাস তন্তবায় (৫) চিকিৎসাধীন অবস্থায় সিলেটের করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত স্থান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছে।

শনিবার রাতে এ তথ্য হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার চন্ডিছড়া বাগানের আভাষ তন্তবায় অনেক আগে থেকেই লিভার সিরোসিস (লিভার ক্যান্সার) এ আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিল। কিছুদিন পূর্বে তাকে রিলিজ করে দেয়া হয়। পরে করোনা ভাইরাস টেস্টে সে পজিটিভ হয়।

     এই ক্যাটাগরীর আরো খবর