স্টাফ রিপোর্টার : চুনারুঘাট পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শিপন খাঁন ও পৌর যুবলীগ নেতা আফজাল আহমেদের যৌথ উদ্যোগ ও তাঁদের নিজ অর্থায়নে ইফতার এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে ৬নং চুনারুঘাট সদর ইউপি’র ২নং ওয়ার্ড নরপতি গ্রামের নিম্ন আয়ের ৭০টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এর পূর্বে সকালে পৌরসভায় ২০টি পরিবারের মাঝেও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন- গোলগাঁও তরুণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফয়সাল আহমেদ তুষার, যুবলীগ নেতা আশিক তরফদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মহি উদ্দিন পারভেজ, ইমরান আহেমদ রাহি, পৌর ছাত্রলীগ নেতা মোঃ হাবিবুর রহমান ইকবাল বাহার মোঃ উজ্জ্বল মিয়া।
আয়োজকরা জানান, আসুন আমরা যার যার অবস্থান থেকে নিজের জন্মস্থানের মানুষের জন্য এগিয়ে আসি। তাহলে একটি পরিবারও না খেয়ে থাকতে হবে না।
তারা আরোও জানান, দেশের এই ক্রান্তিলগ্নে শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষের জন্য সমাজের বিত্তবানরা এগিয়ে আসার আহবান জানান।