চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট গ্রামীণ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের চেয়ারম্যান এমএ মালেকের অর্থায়নে রেফ্রিজারেটর (ফ্রিজ) প্রদান করা হয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের তত্ত্বাবধানে সদর ইউপির উত্তর নরপতির দরবেশ আলীকে ফ্রিজটি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ জনাব শেখ নাজমুল হক, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব ডাঃ মুসলিম উদ্দিন।
প্রসঙ্গত, চুনারুঘাট গ্রামীণ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ইতোমধ্যে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়াও আর্থ-সামাজিক উন্নয়নে ফাউন্ডেশনটি কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের আর্থিক যোগান দিচ্ছেন এর চেয়ারম্যান এম.এ মালেক। রমজানে ইফতার ও সেহরি সামগ্রী অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে বলে জানান তিনি।