চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের দিনমজুর, হতদরিদ্র, মধ্যবিত্ত ও সেচ্ছাসেবীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং করোনা ভাইরাসের প্রভাবে ঘরবন্ধী মানুষের মাঝে গতকাল রবিবার দিনব্যাপী দেশ-বিদেশের একটি যৌথ সংগঠন চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুুর রহমান মহালদার ও সাংবাদিক মীর জুবায়ের আলম।
যাদের সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ করা হয় তারা হলেন-উপদেষ্টা আঃ রউফ ও মোঃ কামাল উদ্দিন, নিবন্ধিত সদস্য জুয়েল রউফ, মাসুক মিয়া, কামাল, হাবিবুর রহমান, শিবলু, মসকুদ আলী, সমির হোসেন, হেলাল মাহমুদ, মুসা তালুকদার, স্বপন তরফদার, শাহ জাবেদ, হাবিবুর মুন্সি, শাহিন, আব্দুস শহীদ, আক্কাস, জাহাঙ্গীর, সাজু, নাসির উদ্দিন, মহি উদ্দিন, নোমান, কামরুল, লাকি, তাজুল, শফিক, সোহাগ, ফয়সাল আহমেদ তুষার, শামীম, আশিক, উস্তার, জসীম, নোমান, উজ্জল, শাহিন, রাসেল, সমীরণ শীল, বিল্লাল, কামাল, আবজাল, সোহাগ, শিপন, নুরুল আমিন, ঝোটন, উজ্জ্বল, জয়নাল, সাব্বির লস্কর, মুজাম্মেল, জাবেদ, সোহেল, হালিম, জামাল, নাজমুল, নবীর, বাচ্ছু, রহমান, আরব আলী, আবুল খায়ের, মামুনুর, মন্নাফ, জমির আলী, কৌশিক, বাবুল, আলমগীর, মিজান, ইব্রাহীম, কবির, সাহিদুল, হেলাল, হান্নান, সফিক, মাসুক, সোহেল, গিয়াস উদ্দিন, বেলাল, নজরুল, নাজমুল, সাদেক, আবিদ, ফয়েজ, আশিক, আফজাল, আক্কাস, মিজান, সুমন শীল, শফিক, জুয়েল, তৈয়ব আলী, মীর আফজাল, নবীউর রহমান, নুর উদ্দিন, লিটন, ওয়াসীম, ফয়সল, শীফন খান, কামাল, সোহান, সোরাব, নজরুল, ইদ্রিস, রাসেল, আব্দাল শুভ, কুদরত, সাজেদ, তামিম, প্রীতম, শেখ আয়মান, জাহিদ, শাহীন, ইয়াসিন, মনির, ফরিদ, জহির, সাইফুল, রিপন, রহমত, হিরন, জাহাঙ্গীর, মনিরুজ্জামান, আনজার, আব্দুর রউফ, হোসাইন, জালাল, ফয়সল, হেলাল, কামাল, শরিফ, ইমন, আব্দুস সামাদ, লিয়াকত হাসান, শফিউল আলম, এমরান, ইলিয়াস, মিজান, উস্তার, সাজেল, নোমান, মাসুক, মোহাম্মদ হেলাল, আলামিন, সোহেল, নিপা চৌধুরী, জানেল, আলামিন, ইভা জামান, লিটন, সখিনা, এমরান, রিতা আক্তার, সুজিত রায়, আহাম্মদ আলী , হাফিজুর রহমান, বকুল দেব নাথ, শামীম, মিজান, নোমান, শাবন, আহাদ, মনির, কামাল, জুয়েল তালুকদার, জামাল, জসিম, ইমন, সাইফুল, মোজাম্মেল, শিপন, রকি, সুমন, রিপন, জাবেদ, রুবেল, সুবেল, আল আমিন, মিজান, ফয়সল, আলী, সালেহ, সোলেয়মান, নাজিম, শাকিল, জয়, ইলিয়াস, সাদি, মুতাহির, কাওসার, সায়েদ আলী, রাহিম ও তাজুল প্রমূখ।