রায়হান আহমেদ : রেড জোন ঘোষিত চুনারুঘাট উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অমান্য করায়, সরকার নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার অভিযোগে চুনারুঘাট পৌর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সত্যজিত রায় দাশ।
সর্বমোট ৭ টি মামলায় ১৩হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
চুনারুঘাট উপজেলায় করোনা ভাইরাস এর সংক্রমণ দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বিনা প্রয়োজনে ঘর থেকে না বের হওয়ার অনুরোধ করা হয়েছে। রেড জোন ঘোষিত এলাকায় যেকোনো ধরনের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। উপজেলা প্রশাসন চুনারুঘাট এর পক্ষ থেকে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
চুনারুঘাট উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও সত্যজিত রায় দাশ।