রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ক্যান্সারে আক্রান্ত জবাকে তার বসতঘর মেরামতের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপহার হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে চুনারুঘাট পৌরসভার আমকান্দি গ্রামের আমির আলীর মেয়ে জবার বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।
এ সহায়তা পেয়ে জবা খুবই খুশি। সে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান, চুনারুঘাট উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে ১০০ টি পরিবারকে প্রধানমন্ত্রী নতুন ঘর তৈরি করে দিবেন। এরই প্রেক্ষিতে জবাকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করে ক্যান্সারাক্রান্ত অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালো উপজেলা প্রশাসন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, আমরা ইতোমধ্যে বেশকিছু ঘর তৈরি করতে টিন ও নগদ অর্থ প্রকৃতদের মাঝে বিতরণ করেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।