নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহি বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারী সহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এর আগে সন্ধ্যা ৭টায় ঢাকা সিলেট মহাসড়কের বড়চর নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাযায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা পাপিয়া পরিবহণের দ্রুতগতির বাস ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছেড়ে আসা রোগীবাহী এম্বুলেন্স নবীগঞ্জ উপজেলার বড়চর বাজারে পৌঁছা মাত্রই মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে । বাসের ধাক্কায় এম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় । স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ ও সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করেন।
রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এম্বুলেন্স এর যাত্রী পান্না আক্তার (২০),আলা উদ্দিন (৪০) মারা যান।
এ ঘটনায় আহতরা হলেন খায়রুণ নেছা (৩৫),শিশু নিলয় (৫),আলিছা বেগম(৩৪),নিলা আক্তার(৩২),পান্না বেগম(২৮),রুমেলা বেগম(২৬), আলহাদী বেগম (৩২), আহাদ (১৯) । এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি।