চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার আদিবাসী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ১৪টি সেমিপাকা ঘর বরাদ্দ দেয়া হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় আহাম্মবাদ ইউনিয়নের ১টি ঘরের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও আহাম্মদাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু৷
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্লাবন পাল।
এসময় উপস্থিত ছিলেন, নালুয়া চা বাগানের ব্যবস্থাপক ইফতেকার এনাম, উপ-সহকারি প্রকৌশলী মনির হোসেন জমদ্দার, ইউপি সদস্য নটবর রুদ্র পাল সহ অনেকে।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর একান্ত প্রচেষ্টায় চুনারুঘাট উপজেলায় ১৪টি ঘর বরাদ্দ পেয়েছে। এর মধ্যে তিনটি ঘর পেল আহাম্মদাবাদ ইউনিয়ন।