মীর জুবায়ের আলম : হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা ১নং গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মরহুম আশকর আলী ৪০ দিনে কুলখানি সম্পন্ন হয়েছে।
রােববার দুপুরে মরহুম আশকর আলীর নিজ বাড়িতে সম্পন্ন হয়।অসহায় দরিদ্র পরিবারটি ছিল মরহুম আশকর আলীর। না ছিল বিঠেবাড়ি না ছিল কিছু। আশকর আলী মৃত্যুর পর একেবারে অসহায় হয়ে পরে মরহুম আশকর আলীর পরিবার ও তার সন্তানগন ।
গ্রামের সকলে মিলে তার পরিবারে সমস্যা গুলি নজরে আসে। অসহায় মরহুম আশকর আলী পরিবারের বিষয়টি সাংবাদিক মীর জুবায়ের আলমের নিকটে আসলে। তৎকালীন তিনি চুনারুঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল কে অবগত করেন।
তিনি অসহায় পরিবারের প্রতি সরকারের আর্থিক সহায়তা ও ঘর মেরামতের জন্য সহযোগী করবেন বলে আশ্বস্ত করেন।
আজ সকলে তিনি চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবার হাতে ৬০ কেজি চাউল প্রদান করেন। মরহুম আশকর আলীর পরিবার উপজেলা প্রশাসনিক ও গ্রাম বাসির সহযোগিতা কে কৃতজ্ঞতা সাথে সরণ করছেন