জনমত নিউজ : হবিগঞ্জের চুনারুঘাটের কৃতি সন্তান সি.আর দত্ত বীর উত্তম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্তের (সি আর দত্ত) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় তিনি বলেছেন, “মহান মুক্তিযুদ্ধে তার অনন্য অবদান দেশ ও জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।”
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় সি আর দত্তের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে।
এছাড়াও চুনারুঘাটের রাজনীতিবিদ, শিক্ষক সমাজ, সুশীল সমাজসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।