নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সাগরিকা পরিবহণের বাস চাপায় মটাই মিয়া (৫৫) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রায় দেড় ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে।
সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।সে উপজেলার বানুদেব গ্রামের মৃত হাজী ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বানুদেব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সাগরিকা পরিবহণের একটি বাস থাকে মারাত্মক ভাবে ধাক্কা দেয় ।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আউশকান্দি অরবিট হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি এবং যান চলাচল স্বাভাবিক করি, ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি ।