স্টাফ রিপোর্টার : বানিয়াচংয়ে অনৈতিক কাজ করতে গিয়ে যুবক-যুবতীকে আটক করেছে এলাকাবাসী।
পরবর্তীতে ঘটনাস্থলে পৌছে সাগরদীঘির পশ্চিমপাড় শামীমের বাড়ীতে বানিয়াচং থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
এসময় স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে অশ্লীল কাজের দায়ে তাম্বুলীটুলা গ্রামের সুমন আহমদ মনির ও যাত্রাপাশা এলাকার তৃষ্ণা আক্তার প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
তাৎক্ষনিক জরিমানার টাকা পরিশোধ করায় সুমন আহমদ মনিরকে ছেড়ে দেয়া হয়েছে। জরিমানা প্রদানে ব্যর্থ হওয়ায় তৃষ্ণা আক্তারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।